বটিয়াঘাটায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে শোকসভা

প্রকাশঃ ২০১৯-০৮-২২ - ১৮:৩৬

বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের শোকসভা বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে পার্টির সভাপতি মোঃ মোতওয়ালী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভ রায়। সাধারণ সম্পাদক এড. প্রশান্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তৃতা করেন মোস্তফা সরদার, বজলার রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এলাহী, প্রবীর শিল, সঞ্জয় গোলদার, সবুর হোসেন, অধ্যাঃ জি.এম ইলিয়াস, শাহীন মোল্যা, শওকত তরফদার, অসিম মল্লিক, বরীন্দ্রনাথ মন্ডল, মেহেদি হাসান, ছাত্র সমাজের সভাপতি শাওন হাওলাদার, মিহির বিশ্বাস, আব্দুল হক, বাবুল মোল্যা, জাবেরুল ইসলাম, মিজানুর রহমান, রবীন্দ্রনাথ মল্লিক,সুব্রত রায়, শহীদ সানা, পল্লব রায়, শহর আলী,আক্তারুল গাজী, মানস সরকার, উত্তম রায়, মুজিবর ফকির, আবু বক্কর, রবীন শিল, খোকন মল্লিক, শহিদুল গাজী, হাফিজুর রহমান, শামছ ফকির, আলীম গাজী প্রমূখ। সভায় আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী থাকায় ঐ একই দিনে পার্টির চেয়ারম্যানের কুলখানি থাকা স্বত্বেও দিবসটি পালন উপলক্ষ্যে আগামী শনিবার সারাদেশের ন্যায় পালনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।