বটিয়াঘাটায় সেমিইনটেনসিভ মৎস্যচাষীদের মতবিনিময়

প্রকাশঃ ২০১৯-১১-১৭ - ১৮:৩৩

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা ১১ টায় খলসিবুনিয়া ব্রজেন গাইনের অঙ্গিনায় সেমিইনটেনসিভ মৎস্যচাষীদের নিয়ে এক মত বিনিময় সভা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ী গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চিৎড়ী গবেষন কেন্দের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.এম.এফ শাফিকুর জ্জোহা, পাইকগাছা লোনা পানি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ লুৎফর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ। উপস্থিত ছিলেন দাকোপ সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, চাষী ও সমাজ সেবক প্রফুল্ল্য কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুনসুর আলী, বিকাশ মন্ডল, পঞ্চানন গাইন, জয়দেব সরকার, প্রমূখ। সভায় উন্নত চিংড়ি চাষ ও প্রক্রিয়াজাত করন সর্ম্পকে আলোচনা করা হয় এবং চাষীদের চিংড়ী চাষের ঝুঁকি কমানোর লক্ষ্যে আরলি এ্যালার্ম সিস্টেম চালু করা সর্ম্পকে পরামর্শ প্রদান করা হয়।