বটিয়াঘাটায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০২-২৩ - ১৭:৩০

বটিয়াঘাটা প্রতিনিধি : দেশের অন্যান্য উপজেলার ন্যায় আজ রবিবার বটিয়াঘাটা উপজেলার ১১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। ২০১০ সালে প্রথমিক ভাবে দেশের ১৯ জেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাচনী কার্যক্রম স্থানীয় জনসাধারণ, ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দিপনার সৃষ্টি করে। উক্ত নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছরে উপজেলার ১১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতস্ফুর্ত ভাবে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, বটিয়াঘাটা থানা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোটারা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে ভোট প্রদানের জন্য। ৭,৮ ও ১০ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মাঝে ভোট প্রদানের ব্যপক আগ্রহ দেখা যায়। এই নির্বাচন ছাত্র-ছাত্রীদের মাঝে ভবিষ্যতের নেতৃত্ব প্রদানের বহিঃপ্রকাশ। থানা মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের নির্বাচিতরা হলো ৫ম শ্রেনীতে উচ্ছাস গোলদার ও রুবাইয়া খাতুন, ৪র্থ শ্রেনীতে লিথি মন্ডল, রাই জোদ্দার ও প্রত্যুষা হালদার, ৩য় শ্রেনীতে সুনন্দা অধিকারী ও পড়সী মন্ডল। অনুরূপ ভাবে উপজেলার হেতালবুনিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন ৫ম শ্রেনীতে তীর্থ রায়, সৌম্য বাছাড় ও শমিষ্ঠা ঢালী, ৪র্থ শ্রেনীতে উৎস জোদ্দার ও হোসাইন বিশ্বাস, ৩য় শ্রেনীতে পরাগ জোদ্দার ও সমৃদ্ধ মন্ডল। স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আনসার সদস্য সবই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্ধারন করা হয়।