বটিয়াঘাটায় হাম ও রুবেলা রোগের টিকা নিয়ে মৃত্যু শয্যায় শিশু

প্রকাশঃ ২০১৯-০২-১৩ - ১৯:৫৭

বটিয়াঘাটা প্রতিনিধি : হাম ও রুবেলা রোগের টিকা নিয়ে দু’বছরের শিশু ইমাম হাসান নিজ বাড়িতে চিকিৎসা অভাবে এখন মৃত্যু পথযাত্রী। তার সমস্ত শরীর ফুলে গেছে। যন্ত্রনায় সার্বক্ষণিক ছটফট করছে। গত ২৭ মে-১৮ তারিখ উপজেলার শিয়ালীডাঙ্গা কমুউনিটি ক্লিনিকে নিয়ে গেলে তাকে স্বাস্থ্যকর্মী মামুন শেখ এমআর (হাম ও রুবেলা) টিকা দেন। দু’দিন পর ডান পায়ের উরুতে টিকা দেয়া স্থান ফুলে ওঠে এবং শক্ত গুটির আকার ধারণ করে। স্বাস্থ্যকর্মী মামুন শেখ কোন খোঁজ খবর না নেয়ায় গরীব পিতা ইখলাছ শেখ শিশুটিকে প্রথমে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: সুশান্ত রায়ের নিকট নিয়ে যান। তিনি জায়গাটা অপারেশন করে দেখেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেও আরেক বার অপারেশন করা হয়। তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় তাকে ঢাকা থেকে ফেরৎ দেয়া হয়। শিশুটি এখন বিছানায় শুয়ে সার্বক্ষণিক যন্ত্রনায় কাতরিয়ে চলেছে। এলাকার অভিভাবকরা তাদের শিশুদের টিকা দিতে ভয় পাচ্ছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: সুশান্ত কুমার বলেন, টিকাদান স্থানে কোন ইনফেকশন হয়েছে কিনা দেখার জন্য অপারেশন করা হয়। তার রোগ ধরা সম্ভব হয়নি। তাই তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়।