বটিয়াঘাটা ইউএনও’র হস্তক্ষেপে সরকারী রাস্তায় প্রাচীর নির্মান বন্ধ

প্রকাশঃ ২০২০-০২-০৯ - ১৮:৩৩

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো নজরুল ইসলামের হস্তক্ষেপে সরকারী রাস্তায় ইটের সোলিং উঠিয়ে প্রাচীর নির্মান বন্ধ হয়েছে। তবে যে কোন মুহুর্তে প্রাচীর নির্মান করে সর্ব সাধারনের চলাচলের রাস্তা দখল করার আশংকা দেখা দিয়েছে। সূত্রে প্রকাশ, উপজেলার চক্রাখালী গজালমারী গ্রামের সংযোগস্থলে নব জলমা এলাকায় সর্ব সাধারনের একমাত্র চলাচলের সরকারী রাস্তাটির ইটের সোলিং উঠায়ে পাকা প্রাচীর নির্মান পূর্বক দখল করার পায়তারা করছে একদল ভূমি ব্যবসায়ী চক্র খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূমি ব্যবসায়ী সুবীর বিশ^াসের ব্যবহৃত মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ভূমি ব্যবসায়ী মোঃ অলিম উদ্দীন ও মোঃ জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়। পরবর্তীতে গত ২৬ জানুয়ারী রবিবার বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকলের উপস্থিতিতে প্রাচীর নির্মানসহ সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, প্রায় ২ হাজার সাল থেকে জলমা-কচুবুনিয়ার নদী ভাঙ্গনে গৃহহারা পরিবারগুলো পানি উন্নয়ন বোর্ডের রাস্তার উপর বসবাস করে মানবেতর জীবন যাপন করে আসছে। পাশাপাশি উক্ত সরকারী রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিল সাধারণ মানুষ, অন্যদিকে কতিপয় ভূমি ব্যবসায়ীগণ উক্ত রাস্তাটি দখল করার পায়তারা করছে। এ ব্যাপারে ভূমি ব্যবসায়ী আলিম উদ্দীন ও মোঃ জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করলে বলেন, আমরা প্রসাশনকে ২ লক্ষ টাকা দিয়েছি। প্রয়োজন হলে আরও বেশি টাকা দিয়ে প্রাচীর নির্মান করবো। এ ব্যাপারে এলাকাবাসী প্রাচীর নির্মানের কাজ বন্ধ ও রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।