বটিয়াঘাটা খালের অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ

প্রকাশঃ ২০২০-০২-১৩ - ১৩:৪৬

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা সদরের বটিয়াঘাটা খাল দখল করে অবৈধ স্থাপনা অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী কাজী হায়াত মাছুদ গত ১১ ই ফেব্রুয়ারী ২০২০ তারিখ অবৈধ স্থাপনাকারীদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করেছেন। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা/অবকাঠামো নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন, অন্যথায় তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ৩৬(৬০) নং স্মারকে গত ০৬/০২/২০২০ তারিখ বটিয়াঘাটা পওর শাখা বাপাউবো, খুলনা বিভাগ-২, ৩০ নং পোল্ডারের অধীন অবৈধ দখলদারদের এই নোটিশ প্রদান করা হয়।
এদিকে অবৈধ দখলদাররা এ ব্যাপারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এক রিট পিটিশন দায়ের করেছেন। যার নং ১৩৮৭৯/২০১৯। মিলন কান্তি শীল ও অন্যেরা এই রিট আবেদন করেন। বিচারপতি এফ,আর,এম নাজমুল আহসান ও বিচারপতি কে,এম কামরুল কাদেরের বেঞ্চে গত ৬ ই জানুয়ারী ২০২০ ডেপুুটি কমিশনার খুলনাকে এক মাসের মধ্য এ ব্যাপারে কোর্টকে অবহিত করার জন্য বলা হয়েছে।