বটিয়াঘাটা দুর্গাপূজা উপলক্ষ্যে জিআর চাল বিতরন

প্রকাশঃ ২০২০-১০-২০ - ১৯:০২

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, সুখ – দুঃখ -আনন্দ – উৎসব এর কোনটাই মানুষের জীবনে এককভাবে কাঁটে না।  কখনো আনন্দ, কখনো বেদনা আবার কখনো বা উৎসবের মধ্য দিয়ে দিন পার করতে হয়। বৈশ্বিক করোনা পরিস্থিতি গোটা বিশ্বের সকল মানুষের আনন্দ- উৎসব কেঁড়ে নিয়েছে। শীতে আমাদের কোভিক-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলা করতে হবে। তাই সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয়া দূর্গোৎসবে এবার শুধুমাত্র ধর্মীয় আচার- আচরন মাধ্যমে স্বাস্হ্যবিধি মেনে উদযাপন করতে হবে। এবারের উৎসব বিগত বছরগুলির তুলনায় একটু ভিন্ন।বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই সকল সকল সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করতে পারে। তিনি মঙ্গলবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্হাপনা শাখার আয়োজনে স্হানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জিআর চাল বিতরন অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাঃ মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, থানার ওসি রবিউল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন,ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,পুজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ তনয় সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান,ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গোবিন্দ মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক এস,এম,এ ভূট্রো,সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক শাহীন বিশ্বাস, মন্দির কমিটির সভাপতি সম্পাদক যথাক্রমে সুবীর মল্লিক, তন্ময় রায়, মল্লিকা মন্ডল প্রমূখ।প্রধান অতিথি হুইপ এ সময় ৯৯ টি সার্বজনীন মন্দিরে মন্দির প্রতি ৫ শত কেজি চাউল এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫শত টাকা করে প্রদান করেন।