বটিয়াঘাটা ভূমি অফিস রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি

প্রকাশঃ ২০১৯-০৭-০১ - ১৮:৩৮

মহিদুল ইসলাম শাহীন, বটিয়াঘাটা : বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বটিয়াঘাটা ভূমি অফিস ১০৪% রাজস্ব আদায় করে বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন।
এ উপজেলা থেকে ২০১৭-১৮ অথর্ বছরের ৯ হাজার ৪ শত নামজারি কেস ও কেস প্রতি ২০ টাকার কোট ফি থেকে প্রায় ১ কোটি ১৯ লক্ষ ৩ হাজার ৯ শত টাকার রাজস্ব আদায় করেছে। এর মধ্যে নামজারি থেকে আদায় হয়েছে ১ কোটি ৫ হাজার ৯ শত টাকা এবং কোট ফি থেকে ১ লক্ষ ৮৮ হাজার টাকা। এ অফিসে এ অর্থ বছরে নামজারির কেস জমা হয়েছে মোট ৯ হাজার ৪ শত টি। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ৮ হাজার ৭ শত টি এবং না মঞ্জুর হয়েছে ৭ শত টি । উপজেলা ভূমি অফিসে গত ২০ আগষ্ট ২০১৮ তারিখে সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন যোগদান করার পর থেকে সাধারণ মানুষের এ অফিসের কাজ সহজে অতি অল্প সময়ে নামজারি, ডিসিআর, ভিপি কেস সহ বিভিন্ন বিষয় নিস্পত্তি করে চলেছেন এ কর্মকর্তা। এক দিকে যেমন সাধারণ মানুষ ভোগান্তি ছাড়া উপকৃত হয়েছেন, অন্যদিকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছেন। যে কারণে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ দেলোয়ার হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটুআই চার বার বংলাদেশের সেরা কর্মকর্তাদের মধ্যে একজন কর্মকর্তা হিসেবে নির্বাচিত করেছেন। মোঃ দেলোয়ার হোসেন,সহকারী কমিশনার (ভূমি) হিসাবে এ উপজেলায় যোগদার করার পর থেকে ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। অপরদিকে উপজেলা ৩ টি ইউনিয়নে ভূমি অফিসে সরকার কর্তৃক রাজস্ব আদায়ের লক্ষমাত্রা দিয়ে ছিল প্রায় ১ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার ৭ শত ৬৯ টাকা। সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন এর নির্দেশে তহশীলদার কাজী রেজাউল ইসলাম, আল মামুন আহম্মেদ ও জগন্নাথ ঘোষের সার্বিক সহযোগীতায় প্রায় ১ কোটি ৪৩ লক্ষ ১১ হাজার ৬ শত ৬৫ টাকা দাখিলা রাজস্ব আদায় হয়েছে। অর্থাৎ ১০৪% দাখিলা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। একটি সূত্রে জানায় ভূমি অফিসে কর্মরত অফিস সহকারী(ভারপ্রাপ্ত) মোঃ খান পান্না মিয়া, কানুুনগো মোঃ মাহমুদুল আলম, সার্ভেয়র কাওসার আহমেদ, নাজীর উজ্জ্বল কুমার বাইন, সায়রাত সহকারী সাথী মন্ডল, প্রসেস সার্ভার বাহারুল ইসলাম ও জহির উদ্দিন এবং অফিস সহায়ক আজগর মল্লিক, প্রভাতী ও রীনাসহ অফিসের সকলের সহযোগীতায় এ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন জানান, আমি এবং আমার অফিসের সকলে মিলে বিভাগীয় কমিশনার মহাদয়, জেলা প্রশাসক মহাদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক এ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি।