বটিয়াঘাটা ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচির উদ্ভোধন

প্রকাশঃ ২০২০-০৯-১৫ - ১৯:৪৫

বটিয়াঘাটা প্রতিনিধি : মুজিবর্ষ উদযাপন উপলক্ষে ওআইএসকা ( OISCA ) ইন্টারন্যাশানাল জাপান বাংলাদেশ এর আয়োজনে ও রূপসা সংস্থা খুলনার সহযোগীতায় বটিয়াঘাটা ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল হোসেনের নির্দ্দেশে খুলনা জেলায় ১৯ লক্ষ ২০ হাজার গাছের চারা রোপন কর্মসূচি বাস্তবে রূপদান দিতে মঙ্গলবার বিকাল ৫ টায় স্থানীয় কাতিয়ানাংলা এলাকায় কাজীবাছা নদীর উপকূলে বরণপাড়া থেকে শৈলমারী নদীর ব্রিজ পর্যন্ত ১ লক্ষ সুন্দরবনের সুন্দরী, পশুর, বাইন, কাকড়া, গজারী, গরান, কেওড়া, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন। উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ হাদী-উজ্জামান-হাদী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ওআইএসকা ( OISCA )  ইন্টারন্যাশানাল জাপান বাংলাদেশ এর ঢাকা কর্মকর্তা জেসমিন নাহার শ্রাবন্তী, ওআইএসকার সহকারী ফিল্ড অফিসার মোঃ হামিদুল হক মানিক, রূপসা সংস্থা খুলনার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল ও ওআইএসকার মনিটরিং অফিসার শেখ মোহাম্মদ টুটুল, উপজেলা সমন্বয়কারী কানন মল্লিক। এ সময় ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপন করে কর্মসূচির শুভ উদ্ভোধন করেন।