বটিয়াঘাটা হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর সহ করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান

প্রকাশঃ ২০২০-০৯-২৬ - ২০:২০

বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি জনিত কারনে গোটা বিশ্বের ব্যবসা-বানিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যখন মন্দা তৈরি হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক দূরদর্শিতার কারনে আমাদের মত মধ্যম আয়ের দেশে চলমান মহামারি দূর্যোগসহ একেরপর এক সকল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একাধিক স্বজন হারানোর ব্যাথা বুকে চাঁপা দিয়ে তিনি দেশের অসহায় মানুষের মনে হাঁসি ফুটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনাকালীন কোন মানুষকে তিঁনি না খেয়ে মারা যেতে দেননি। তিঁনি শনিবার বেলা সাড়ে এগারোটায় বটিয়াঘাটা বাজার এলাকায় তাঁর নিজস্ব বাসভবনের অফিস কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় আলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সৌজন্যে বটিয়াঘাটা হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর সহ করোনা প্রতিরোধ সামগ্রী প্রদানকালে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, হুইপ তনয় সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আরএমও ডাঃ সুকান্ত বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ মল্লিক, অধ্যাপক সুব্রত টিকাদার, আলীগনেতা নারায়ণ সরকার, বিধান হালদার, প্রদীপ টিকাদার, হুইপ এর ব্যক্তিগত সহকারী দেবাশীষ মন্ডল, দেবাশীষ হালদার প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় তিঁনি পিপিই, পন্ডস ক্রীম, মাক্স, শ্যাম্পু, হ্যান্ডস সেনিটাইজার, ফেস ওয়াস ও সাবান সহ বিভিন্ন উপকরন প্রদান ও বিতরন করেন।