বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

প্রকাশঃ ২০১৯-০৮-২২ - ১১:১৪

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবির দাবি নিহত রোহিঙ্গারা মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোরে, টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উলুবনিয়া পয়েন্টে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ সাকের ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময়, বিজিবির সদস্যদের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রোহিঙ্গারা গুলি ছুড়লে বিজিবিও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে মাদক ব্যবসায়ী দলটি পালিয়ে গেলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময়, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।