বন ধ্বংসের কারণ নির্ণয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী

প্রকাশঃ ২০১৭-১০-১১ - ১৭:০১

আবু হোসাইন সুমন, মোংলা : সুন্দরবন উজাড় ও ধ্বংসের কারণ নির্ণয় করতে মোংলায় বন নির্ভরশীল জনগোষ্ঠীদের নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মোংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে বন বিভাগ। কর্মশালায় বন নির্ভরশীল জেলে, বাওয়ালী, মৌয়ালী জনগোষ্ঠীসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওয়তায় ‘ইউএন রেড’ নামক নতুন এ প্রকল্প গবেষণার মাধ্যমে বন উজাড় এবং ধ্বংস ঠেকাতে কি কি করণীয় তার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করবেন। আর এ লক্ষ্যেই এই প্রকল্পটি কাজ করছে বলে জানিয়েছেন কর্মশালায় উপস্থিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর গর্ভারনেন্স সমš^য়কারী সাঈদ মাহমুদ রিয়াদ। এজন্য সর্ব প্রথম বন নির্ভরশীলদেরকেই কাজে লাগাতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে। তিনি আরো বলেন, বন ধ্বংসের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে তা সরকারের কাছে উপস্থাপন করা হবে। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব ড. সুরাত-উজ-জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো: মেহিদীজ্জামান।