বর্তমানে মানুষ নিত্য প্রয়োজনীয় পন্যের পাশাপাশি গাছ কিনে বাড়ি ফেরে : তথ্যমন্ত্রী

প্রকাশঃ ২০২০-১১-০১ - ২০:৪০

বটিয়াঘাটা প্রতনিধি : তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবেলা করার পরেও দেশের অর্থনৈতিক অবস্হা চাঙ্গা রেখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রেখেছে। ১৯৮৩ সালে দলীয় সভানেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় সারাদেশে কৃষকলীগের মাধ্যমে বনায়ন কর্মসূচি হাতে নিয়ে গোটা দেশে সবুজ বেষ্টনী তৈরী করে। মুজিব জন্ম শতবার্ষিকীতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষরোপনের সিদ্ধান্ত গৃহিত হয়।বর্তমানে মানুষ নিত্য প্রয়োজনীয় পন্যের পাশাপাশি গাছ কিনে বাড়ি ফেরে। তিনি গতকাল রবিবার বেলা ১১ টায় খুলনা জেলা সার্বিক তত্ত্বাবধানে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রসাশন,খলনা’র উদ্যোগে ১৯,২০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি এর আওতায় বটিয়াঘাটা উপজেলায় প্রস্তাবিত বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনে ১,২০,০০০ বৃক্ষরোপণ এর মাধ্যমে মুজিব বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তিকরণ অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, খুলনা বিভাগীয় কমিশনার ড.মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ।সহকারী কমিশনার( ভূমি) মোঃ রাশেদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি,এম আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম । আমন্ত্রিত অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান,উপ-প্রধান তথ্য কর্মকর্তা জাভেদ ইকবাল, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল,থানার ওসি মোঃ রবিউল কবীর,কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র,বীরমুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাসান ও জিএম মিলন গোলদার, আলীগনেতা মোশারেফ হোসেন মুসা,জেলা ছাত্রলীগের সাধারণ ইমরান হোসেন ইমু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণপদ দাস ও জগন্নাথ ঘোষ, সাংবাদিক যথাক্রমে পরিতোষ রায়, বিপ্রদাস রায়, শাওন হাওলাদার, বুদ্ধদেব মন্ডল, আহসান কবীর, ইমরান হোসেন প্রমুখ ।পরে প্রধান অতিথি তথ্যমন্ত্রীর পক্ষে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ,জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ বৃক্ষরোপণ করেন এবং সকল অতিথিবৃন্দ পৃথক পৃথকভাবে বৃক্ষরোপন করেন।