বর্তমান সরকার সকল ধর্মালম্বী মানুষকে সমান সুযোগ সুবিধা প্রদান করেছে -মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৮-১০-১৮ - ১৮:২০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা লালন করে বর্তমান সরকার সকল ধর্মালম্বী মানুষকে সমান সুযোগ সুবিধা প্রদান করেছে। ফলে এ বছর সারাদেশে পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
মন্ত্রী শারদীয় দূর্গাৎসব উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার বাজার বণিক কল্যাণ সোসাইটি পূজা মন্ডপ, গামছা চান্দিনা পূজা মন্ডপ, জামিরারোড পূজা মন্ডপ, সাহাপাড়া পূজা মন্ডপ, দামোদর গাছতলা পূজা মন্ডপ, গোলদারাপাড়া পূজা মন্ডপ, বানিয়াপুকুর পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মোঃ আসলাম খান, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, বণিক নেতা রবিন বসু, এস কে মিজানুর রহমান, মধু কুন্ডু, দুলাল অধীকারী, মোল্যা হেদায়েত হোসেন লিটু, রাম প্রসাদ দত্ত, ফারুক মোল্যা, তুহিন কুন্ডু, নূর হোসেন প্রমুখ।