বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকের ওপর যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশঃ ২০২১-০৪-০২ - ১৮:৩৭

আন্তর্জাতিক : করোনা সংক্রমণ রোধে ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ ৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। শুক্রবার (২ এপ্রিল) দেশটির যোগাযোগ দপ্তর থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

স্থানীয় সময় ৯ এপ্রিল ভোর ৪ টা থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ফিলিপাইন, পাকিস্তান ও কেনিয়ার নাম।

নির্দেশনায় বলা হয়েছে, এই ৪ দেশ থেকে আসা ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে, ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী বা যুক্তরাজ্যের বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

৯ এপ্রিল ভোর ৪টার আগে এই দেশগুলো থেকে কেউ যুক্তরাজ্যে পৌঁছলে তাকে ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশনে যাওয়ার দ্বিতীয় দিনে এবং অষ্টম দিনে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।

আর ৯ এপ্রিল ভোর ৪টার পর যুক্তরাজ্যে পৌঁছলে তাদেরকে সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং দ্বিতীয় দিনে এবং অষ্টম দিনে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।