‘বাংলাদেশ এখন দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ’

প্রকাশঃ ২০১৯-০৫-৩০ - ১২:৫৫

ঢাকা অফিস : বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে, জাপানে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে মূল বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতকে যুগোপযোগি করার ফলে দেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের ২৩তম বৃহত্তর অর্থনীতির দেশে পরিণত হবে। প্রতিবছরই বাংলাদেশের মানুষের সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে। সরকারে সুনির্দিষ্ট নীতিমালার কারণে পোশাক শিল্প, চামড়াজাত পণ্যসহ উৎপাদনখাতের উন্নতি হচ্ছে।’

এছাড়াও বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্যেই তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে সরকার। বাংলাদেশ আইসিটি খাতে উন্নয়নের ফলে দেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে  বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মধ্যে আড়াইশ কোটি ডলার চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন হবে, সেগুলো হলো- মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প-১, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন-১), সরাসরি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণ প্রকল্প-২, জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ উৎসাহিতকরণ অর্থায়ন প্রকল্প (ফেজ-২) ও মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প-৫।

এর আগে, দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের পক্ষে বলেও জানান।