বাগেরহাটে এবার আ’লীগ দলীয় আইনজীবিকে হাতুড়ী পেটা

প্রকাশঃ ২০১৭-১০-১৪ - ২৩:৪৪

বাগেরহাট : বাগেরহাট জেলা শহরতলীতে এবার আওয়ামী লীগ দলীয় একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে হাতুড়ী দিয়ে বেধড়ক পিটিয়েছে একই দলীয় সন্ত্রাসীরা। শনিবার সকালে এ ঘটনার পর আহত আইনজীবি সেখ নুর মোহাম্মদ (৫৫) কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  দশানী ১ নং সোনাতলা গ্রামের মৃত সেখ কেরামত আলী’র ছেলে।  আহত আইনজীবি সেখ নুর মোহাম্মাদ ও তার পরিবার জানায়, শক্রবার সকালে তিনি মনিংওয়ার্ক সেরে বাসায় ফেরার পথে জজ সাহেবের বাংলোর কাছে মটরসাইকেল যোগে আসা ৫/৬ জন সন্ত্রাসী লোহার রড ও হাতুড়ী নিয়ে আকস্মিকভাবে হামলা করে। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাকে এলোপাতাড়ীভাবে পিটানো হয়। কি কারনে তার উপর এই ন্গ্ন হামলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আদালতে দায়ের করা একটি মামলা পরিচালনা করাকে কেন্দ্র করে প্রভাবশালী একটি চক্র বিগত সময়ে তাকে মামলা পরিচালনা থেকে সরে যেতে বলে। প্রভাবশালী চক্রের কথা না শোনায় তারাই নেপথ্যে থেকে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা করানো হয়েছে। আওয়ামী লীগ দলীয় আহত আইনজীবি সেখ নুর মোহাম্মদ কে সদর হাসপাতালে দেখতে আসা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান সেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন সেখ নুর মোহাম্মাদ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সদস্য। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। আর এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবী করেন। বাগেরহাট মডেল থানার ওসি মোঃ মাহাতাব উদ্দিন বলেন আইনজীবি সেখ নুর মোহাম্মাদ কে মারপিটের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সন্ত্রাসীদের পাওয়া যায়নি। আহত আইনজীবি অভিযোগ দিলে পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ হয়নি বলেও তিনি জানান।