বাজুয়ায় বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন চেয়ারম্যান প্রার্থী মনি

প্রকাশঃ ২০২০-০৫-১৭ - ১৯:৩১

আজগর হোসেন ছাব্বির : বিগত নির্বাচনে দাকোপের বাজুয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মনি করোনায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
দাকোপ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বাজুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, দাকোপ প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য ও দৈনিক প্রবাহের বাজুয়া দাকোপ প্রতিনিধি মনিরুল ইসলাম মনি বাজুয়া ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। শনিবার তিনি নিজে বাড়ী বাড়ী গিয়ে ১০০ পরিবারে চাল, ডাল, চিড়া, চিনি, তৈল, আলু ও সাবান বিতরন করেছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতিক নিয়ে বাজুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেন। উল্লেখ্য দাকোপে রাজনীতিবিদদের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের নামে লোক সমাগম ঘটিয়ে ছবি তোলার যে হিড়িক লক্ষ্য করা গেছে তিনি এ ক্ষেত্রে ব্যতিক্রম উদহারন সৃষ্টি করলেন। কাউকে না ডেকে প্রকৃত দরিদ্রদের বাড়ীতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌছে দিলেন।