বাল্য বিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তি সমাজের ভয়াবহ অভিশাপ : খুলনা বিভাগীয় কমিশনার

প্রকাশঃ ২০১৮-০৩-১৫ - ১৪:৩৪

শেখ আব্দুল হামিদ : বাল্য বিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তি বর্তমান সমাজের একটি ভয়াবহ অভিশাপ। এ অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতে হলে পরিবার থেকে শুরু করে সমগ্র সমাজে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। বাল্য বিয়ের অভিশাপ গোটা পরিবারকে ক্ষত বিক্ষত করে তোলে। ফুলের মত জীবনকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। মাদক কুঁড়ে কুঁড়ে খায় জীবনের সকল আশা আকাঙ্খা আর বেঁচে থাকার স্বপ্নকে। পরিবার থেকে শুরু করে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে সন্ত্রাস হানাহানি আর অস্থিরতা। তাই যে কোন মূল্যে মাদক থেকে সমাজ তথা গোটা দেশকে রক্ষা করতে হবে। মাদক ব্যবসায়ী, সেবনকারী আটক হলে কোন অবস্থাতেই জামিন না হয় তার জন্য আইন হচ্ছে। মাদক সেবনকারী জেলে আটক থেকে যাতে পরিবর্তন হয়ে ফিরে আসতে পারে সরকার সেদিকে দৃষ্টি রেখেছে। খুলনা বিভাগকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। ভিক্ষাবৃত্তি কোন অবস্থায় মানুষকে পরিবর্তন করতে পারে না। বিভিন্ন সাহায্য সহাযোগীতা দিয়ে দেশ থেকে ভিক্ষুক নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বুধবার বেলা বারটায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে বাল্য বিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড প্রদর্শন উপলক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেককে দায়বদ্ধতার জায়গায় থেকে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বটিয়াঘাটা থেকে যে সমাবেশ শুরু হয়েছে এটা সকল উপজেলায় পর্যায়ক্রমে করা হবে। বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে আলোচনা সভায় সভাপত্বি করেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন, র‌্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, খুলনা জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। অন্যান্যের বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রায় গাঙ্গুলী, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আশিকুজ্জামান, হাদিউজ্জামান হাদী, গোলাম হাসান, ইসমাইল হোসেন বাবু, মিজানুর রহমান মিলন গোলদার, অধ্যক্ষ অমিতেষ দাস প্রমুখ। উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ সম্পাদক দিলিপ হালদার, বটিয়াঘাটা প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মনিরুজ্জামান মনি, বিবেক বিশ্বাস, মানবাধিকার কর্মী হাফিজুর রহমান,্ আওয়ামীলীগ নেতা আলম হালদার, এসময় সহ¯্রাধিক মানুষ বাল্য বিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড প্রদর্শন করেন।