বিএনপির আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে মূর্তি ভাংচুর হতো : হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

প্রকাশঃ ২০১৯-০৯-৩০ - ১৯:৩৫

বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পূজা আসলেই মূর্তি ভাংচুর হতো। সরকারী বরাদ্দ কমিয়ে দেওয়া হতো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পেয়ে বঙ্গবন্ধুর সেই উদ্ধৃতি “ধর্ম যার যার, উৎসব সবার” হিসেবে রূপান্তরিত হয়েছে। তিনি সোমবার বেলা ১২টায় বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে দূর্গোৎসব উপলক্ষে সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে সরকারী বরাদ্দকৃত অনুদানের চাউল ও ব্যক্তিগত তহবিল থেকে প্রদত্ত নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল কবীর, ভাইস চেয়ারমানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, পিআইও আঃ কাদের, পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক যুবলীগ নেতা অনুপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার খানম। মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদী, গোলাম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, আওয়ামীলীগ নেতা রাজকুমার রায়, হাজরা কালী রায়, রবীন্দ্র নাথ রায়, মন্ডপ কমিটির সভাপতি অসীম মল্লিক, অপু বিশ্বাস, সৌমেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। প্রধান অতিথি এসময় উপজেলার ১১৮টি পূজা মন্ডপে সরকারী অনুদান হিসেবে ৫০০ কেজি চাউল ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫শত টাকা করে প্রদান করেন।