বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে না

প্রকাশঃ ২০১৯-১০-২৬ - ১৪:০৯

ঢাকা অফিস : দেশের বিচার ব্যবস্থায় সরকার কোন হস্তক্ষেপ করে না, নুসরাত হত্যা মামলার রায়ই তা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ফেনীর মহিপাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নুসরাত হত্যার আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ সভাপতিও ছিলেন, তারও ফাঁসির আদেশ হয়েছে। এ থেকেই প্রমাণ হয় অপরাধী যেই হোক নিস্তার নেই। এছাড়া দুর্নীতি, মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে জড়িতরা নজরদারিতে আছেন, তাদের বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারবেশন তেমন নয়। তারা এ অসুস্থাকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এটা নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে।

তিনি আরও বলেন, দু’বছর হয়ে গেছে তিনি কারাগারে, বিএনপি খালেদার জিয়ার মুক্তির জন্য চোখেপড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। তারা আন্দোলন করে তাদের নেত্রীকে কারামুক্ত করতে পারলে করুক, আমার আপত্তি নেই। তারা শুধু হাঁকডাক দিতে পারে। আন্দোলন করতে পারে না।

 একজন রাশেদ খান মেননের জন্য ১৪ দল ভাঙতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন,  বিষয়টি এখন আলাপ আলোচনার মধ্যে রয়েছে।