বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশঃ ২০১৯-০৭-০১ - ১৬:১৯

ঢাকা অফিস : বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করলে এবং ক্যাবল অপারটরদেরকে নির্ধারণ করে দেয়া চ্যানেলের সিরিয়াল না মানলে, আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মন্ত্রী জানান, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য ক্যাবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল, তা গতকাল রবিবার শেষ হয়ে গেছে। তাই এখন থেকে যারা আইন মানবেন না, তাদের আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে।