বিদেশী আগ্রাসান থেকে দেশীয় সাংস্কৃতি ও পণ্য সামগ্রী রক্ষা করতে হবে -চিত্রনায়ক ফেরদৌস

প্রকাশঃ ২০১৭-০৮-০৯ - ১৮:৩৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জনপ্রিয় চিত্রনায়ক ও মিনিস্টার মাইওয়ান ব্রান্ডের এম্বেসেডর ফেরদৌস আহমেদ বলেছেন, সিনেমার শুটিং এর জন্য দেশ ও দেশের বাইরে নির্দিষ্ট কয়েকটি স্পটে গিয়েছি। কিন্তু দেশীয় পণ্য সামগ্রীর সম্ভার নিয়ে মিনিস্টার মাইওয়ানের যাত্রায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি। সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। তাদের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ। দেশকে ভালোবেসে বিদেশী আগ্রাসান থেকে দেশীয় সাংস্কৃতিকে বাঁচাতে হবে এবং সর্বস্তরে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে।
বুধবার বিকালে খুলনার ফুলতলা বাজারস্থ মিনিস্টার মাইওয়ান কোম্পানীর শোরুম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কোম্পানীর উপদেষ্টা মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মিনিস্টার হাইটেক পার্ক ও মাইওয়ান ইলেক্ট্রনিক্স শোরুম ডিভিশনের জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান। খুলনা শাখা ব্যবস্থাপক তুহিন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু রায়হান কাজল, ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, অধ্যাপক আঃ রশিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। পরে তিনি ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পূর্বে তিনি দৌলতপুরে অপর একটি শোরুমের উদ্বোধন করেন।