বিনা দোষে কেউ যেন হয়রানির স্বীকার না হয়-দিনাজপুর পুলিশ সুপার

প্রকাশঃ ২০১৭-০৭-১২ - ২২:৫৪

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে-২০১৭অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে পার্বতীপুর কৃষি অফিস হলরুমে মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার হামিদুল আলম।
এ সময় তিনি বলেন, বিনা দোষে কেউ যেন হয়রানির স্বীকার না হয়, আবার কোন অপরাধী যেন ছাড় না পায় সে দিকে আমাদের পুলিশ বাহিনীকে লক্ষ রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) ইমতিয়াজ কবীর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, মটর মালিক সমিতির সাধারন সম্পাদক ফয়জার রহমান প্রমুখ। এ সময় পুলিশ সুপার আরো বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। পরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসায় ১০ জন মাদক ব্যবসায়ীকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন।