বৃহস্পতিবার শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রকাশঃ ২০১৯-০৮-২১ - ১৫:০৬

ঢাকা অফিস : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন। তালিকায় নাম থাকা রোহিঙ্গাদের দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার গ্রহণ চলছে ।

সকাল থেকে টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরের ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিরা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিচ্ছেন। পরিবারের প্রধানের সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করছেন তারা।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, যেসব রোহিঙ্গা নিজ দেশে ফিরতে আগ্রহী তাদেরই ফেরত পাঠানো হবে।  গতকাল ১৬টি পরিবারের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গার সাক্ষাৎকার পর্যায়ক্রমে নেয়া হবে। এরই মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ঘিরে সব প্রস্ততি শেষ করেছে বাংলাদেশ।