‘বেচারা পুরুষের কথাও ভাবুন’

প্রকাশঃ ২০১৭-১০-৩১ - ২৩:৩৬

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের অভিযোগ ওঠা এক ব্যক্তিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আদালত বলেছেন, পুরুষদের সম্মানের কথা কেউ ভাবে না। সবাই নারীদের অধিকার ও মর্যাদার জন্য লড়াই করছে। আদালত এও বলেন, নারীদের রক্ষায় যে আইন হয়েছে, নারীরা অনেক সময় তার অপব্যবহার করছেন। টিএনএনের খবরে ভারতের নয়াদিল্লিতে যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষাবিষয়ক বিশেষ আদালতের (পিওসিএসও) বিচারক নিবেদিতা অনিল শর্মা এ কথা বলেন। তিনি বলেন, এখন পুরুষদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। বিচারক বলেন, তিনি অভিযোগকারী ও তাঁর মা-বাবার বক্তব্যে অমিল খুঁজে পেয়েছেন। এটিকে বাদীপক্ষের আইনজীবীদের ব্যর্থতা হিসেবে তিনি অভিহিত করেন। আদালত বলেন, তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলার সময় অভিযোগ ওঠা ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকতে হয়েছে। তাঁকে খালাস দেওয়া হলো। কিন্তু তিনি কী নামে পরিচিত হলেন? তাঁকে সবাই বলবে ধর্ষণের মামলা থেকে খালাস পাওয়া আসামি। এ ক্ষেত্রে বেচারা পুরুষের কথাও ভাবতে হবে। বিচারক বলেন, চাইলে অভিযোগ ওঠা ওই ব্যক্তি বাদীপক্ষের বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন।