বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

প্রকাশঃ ২০২০-০১-২৬ - ১৮:২৪

বেনাপোল প্রতিনিধি : উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে রোববার বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
সকালে জাতীয় পতাকা, বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে কাষ্টম দিবসের উদ্ভোধন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। পরে ব্যানার প্লেকার্ড ফেস্টুন সহ বিশাল এক শোভাযাত্রা বেনাপোল বন্দর এলাকা প্রদক্ষিন করেন। র‌্যালিতে কাষ্টম ও বন্দর, পুলিশ, বিজিবি, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, ষ্টাফ এসোসিয়েশন, জন প্রতিনিধি, ব্যবসায়িক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বন্দর ব্যবহারকারি বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। পরে কাস্টমস ফুটবল মাঠে কাস্টমস দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্টানে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এম,পি। বিশেষ অতিথি ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডর সদস্য মেফতাহ উদ্দিন খান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. সৈয়দ নেয়ামুল ইসলাম, যুগ্ন কমিশনার শহিদুল ইসলাম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন।
সভা শেষে রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা রাখায় ১০ জন ব্যবসায়ীকে সন্মামনা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।