বেনাপোল ঢাকাগামী বাস থেকে ফেনসিডিল উদ্ধার

প্রকাশঃ ২০১৮-০১-৩১ - ২১:২৩

যশোর:  বেনাপোল-ঢাকা রুটের যাত্রীবাহী বাসের ব্যাঙ্কারের বিশেষ স্থান থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো, চালক মো. রিয়াজ হোসেন (৩২), সুপারভাইজার সুবির দাস (২৬) এবং ফেনসিডিলের সন্দেহভাজন মালিক মো. কায়েস (২১)।’

চাঁচড়া ফাঁড়ির ইনসপেক্টর রফিকুল হক জানান, দেশ ট্রাভেলসের বেনাপোল-ঢাকা রুটের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৬৬) বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করা হচ্ছে বলে তাদের কাছে খবর ছিল। সেই অনুযায়ী শহরের প্রবেশমুখ চাঁচড়া চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গাড়িটি এলে সেটিকে আটকে নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। তল্লাশি করে মেলে ১৯৫ বোতল ফেনসিডিল। এগুলো বাসের বাঙ্কারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। স্ক্রু-ড্রাইভার দিয়ে বাঙ্কার খুলে সেগুলো আবিষ্কার করা হয়। ফেনসিডিল বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।