‘ব্লু হোয়েলর’ শিকার রাকিব, স্থানীয়দের ধারণা

প্রকাশঃ ২০১৭-১০-১৪ - ২৩:১৮

ঢাকা অফিস :  একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চিরকুট হাতে নিয়ে আত্মঘাতি হন মো. রাকিব (১৮) নামে এক তরুণ। পুরান ঢাকার সদরঘাট এলাকায় গ্রেটওয়াল শপিং সেন্টার অথবা মল্লিক টাওয়ারের কোনো একটি ভবন থেকে পড়ে মারা যান তিনি। নিহতের লাশের পাশ থেকে যে চিরকুটটি মিলেছে তাতে লেখা রয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। চিরকুট ও তার হাতের কিছু অংশ জুড়ে কাটা দাগও রয়েছে। এসব আলামত দেখে স্থানীয়রা ধারণা করছেন, সুইসাইড গেম ‘ব্লু হোয়েল’র নির্দেশে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ওই তরুণ।যদিও পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড যাই ঘটুক না কেন এখন পর্যন্ত রাকিবের মৃত্যুর সঙ্গে ব্লু হোয়েলের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।