ভারতের সঙ্গে প্রায় সব ফ্লাইট চলাচল স্থগিত

প্রকাশঃ ২০২০-০৩-১২ - ২১:১৫
আন্তর্জাতিক : ভারতের সাথে আকাশপথে যোগাযোগ স্থগিত করার ঘোষনা দিয়েছে বাংলাদেশ বিমানসহ বেসরকারি প্রায় সব এয়ারলাইনস।

ভিসা নিষেধাজ্ঞার একদিনের মধ্যেই ভারতের সাথে আকাশপথে যোগাযোগ স্থগিত করার ঘোষনা দিয়েছে বাংলাদেশ বিমানসহ বেসরকারি প্রায় সব এয়ারলাইনস। আগামী ১৪ই মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত সকল ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, ভারতের নিষেধাজ্ঞার কারনে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিমানের ঢাকা- কোলকাতা- দিল্লি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসরকারি এয়ারলাইনস নভো এয়ারও একই সময়ের মধ্যে ঢাকা কোলকাতা ফ্লাইট বাতিল করেছে।

ইউ এস বাংলা কর্তৃপক্ষ জানায়, ঢাকা কোলকাতা এবং ঢাকা চেন্নাই ফ্লাইট বাতিল করা হয়েছে ১৪ই মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত। তবে ভারতে আটকে পড়া যাত্রীদের জন্য ১৪ই মার্চ কোলকাতা এবং ১৫ই মার্চ চেন্নাই থেকে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি ।

রিজেন্ট কর্তৃপক্ষ জানায়, এখনই বন্ধের ঘোষনা দিচ্ছেন না তারা। কোলকাতায় আটকে পড়া রিজেন্ট এয়ারওয়েজের যাত্রীদের ফিরিয়ে এনে তবেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।