ভারতের স্বাধীনতা দিবসে তেরঙ্গা উত্তোলিত হয় পাকিস্তানে

প্রকাশঃ ২০২০-০৮-১৬ - ০০:৩৯

আন্তর্জাতিক ডেস্কঃ ঠিকই পড়ছেন, পাকিস্তানেও তোলা হয় ভারতের পতাকা। তবে এই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ নয়। এই পাকিস্তান কোনো দেশই নয়৷ এই পাকিস্তান রয়েছে পশ্চিমবঙ্গে৷ দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম। সরকারী তথ্য অনুযায়ী এই গ্রামের নাম বিশ্বাস কলোনী। এটি শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অন্তর্গত। তবে সরকার বাহাদুরের তথ্যভান্ডারে এই গ্রামের নাম যাই হোক না কেন, কয়েকযুগ ধরে বিশ্বাস কলোনী স্থানীয় মানুষদের কাছে পাকিস্তান বস্তি বলেই পরিচিত।

না না কোনো বিতর্কের জন্য এ প্রতিবেদন নয়। এই প্রতিবেদন কিছু মানুষের কষ্ট এবং জ্বালাকে ব্যক্ত করার জন্য, যাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে পাকিস্তানিদের ট্যাগ৷ কিন্তু কেন এই অপমান? ভারতের অংশ হয়েও এই গ্রাম কেন পরিচিতি পাচ্ছে শত্রুরাষ্ট্রের নামে? উত্তর পেতে গেলে সময়সারণী ধরে ফিরে যেতে হবে কয়েকদশক আগে। কয়েক দশক আগে আচমকাই প্রতিবেশী দুই গ্রামের মধ্যে অশান্তি লেগে যায়। এদিকে বিশ্বাস কলোনীর অধিকাংশ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় সেই অশান্তির পর থেকেই বিশ্বাস কলোনীর নাম অলিখিতভাবে পাকিস্তান কলোনী হয়ে যায়

বিশ্বাস কলোনীর বাসিন্দাদের কাছে এই নাম অবশ্য অপমানের চেয়ে কিছু কম নয়। ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তারা ভারতীয় হলেও পাকিস্তানি বলে কটাক্ষ করা হয় তাদেরকে। বদনাম আঁকড়ে বাঁচতে হয়। কখনো পাকিস্তানের সঙ্গে ভারতের অশান্তি হলে তাদের দিকে আঙুল তোলা হয়, কটুক্তি করা হয়।

এলাকার বাসিন্দা মহম্মদ তামিরুদ্দিন বলেছেন, ‘প্রতিবেশী এলাকার লোকেদের মধ্যে মারপিটের পর থেকেই এই নামে ডাকা হচ্ছে আমাদেরকে। আমরা কি ভারতীয় নই? ভারতে পাকিস্তান আসল কোথাথেকে? এতে আমাদের রাগ হয়। অনেককে অনেকবার বলেছি, লাভ হয়নি৷ তাই এবার আমরা স্থির করেছি আমাদের বিশ্বাস কলোনীকে কেউ পাকিস্তান বস্তি বললেই আমরা প্রতিবাদ করব, দরকারে পথে নামব।’

অন্য একজন বাসিন্দা মহম্মদ আলম আবার জানালেন তাদের স্বাধীনতা দিবস পালনের কথা৷ তিনি বলেন, ‘ আমরা স্বাধীনতা দিবসে সমানভাবে অংশগ্রহণ করি। অন্যদের মত আমরাও জাতীয় পতাকা উত্তোলন করি