ভাসমান পেয়ারা হাটে পর্যটকের ভিড়

প্রকাশঃ ২০১৯-০৮-০৭ - ১২:২৪

ঝালকাঠি : পানির ওপর ভাসমান পেয়ারা হাটকে কেন্দ্র করে পর্যটনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে ঝালকাঠির ভীমরুলি গ্রামে। তাজা পেয়ারার স্বাদ নিতে আর অপরূপ দৃশ্য দেখতে হাজারো পর্যটক এখানে ভীড় করছেন প্রতিদিন। কিন্তু সরকারি-বেসরকারি ভাবে কোন সুব্যবস্থা গড়ে না ওঠায় হতাশ ভ্রমন পিপাশুরা।

ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ২০টি গ্রামে প্রায় ৫০০ হেক্টর জমিতে হচ্ছে পেয়ারার চাষ। আর শ্রাবণ ও ভাদ্র মাস জুড়ে পেয়ারা কেনা-বেচার জন্য ভীমরুলি খালের উপর বসে ভাসমান হাট। এখান থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দেশি জাতের সুস্বাদু এ পেয়ারা সরবরাহ করছেন পাইকারী বিক্রেতারা।

আর এই হাট সংলগ্ন মনোরম পরিবেশ উপভোগ করতে দূর-দূরান্তের হাজারো পর্যটক প্রতিদিন ভিড় করছেন এখানে। বিশ্রামাগার না থাকায় ভোগান্তিতে পড়েন পর্যটকরা। পেয়ারা বাগানে পার্ক এবং খাবার মিললেও নেই কোন থাকার ব্যবস্থা।

তবে পর্যটকদের জন্য গেস্ট হাউজ, সিটিং সেট, বিশ্রামাগার নির্মাণসহ অন্যান্য সুব্যাবস্থা দিতে নানা প্রকল্পের কাজ চলছে বলে জানান, জেলা প্রশাসক।
দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের।