মজেছি তোমারই প্রেমে’ বইটির মোড়ক উন্মোচন

প্রকাশঃ ২০২০-১১-২১ - ২০:২৪

চট্টগ্রাম ব্যুরো:‘মজেছি তোমারই প্রেমে স্বর্গ সুখ চাই না’ গ্রন্থটিতে কবিতার মাধ্যমে ঐশী প্রেমবাদের কথা প্রকাশ করা হয়েছে। অর্গলমুক্ত ঐশী প্রেমবাদ বিশ্বমানবতার জন্য হযরত গাউসুল আযম মাইজভান্ডারী (ক.)-এর একটি দুর্লভ অবদান। প্রভূর একত্বে সম্মিলিত হওয়াই হচ্ছে সৃষ্টির মূল উদ্দেশ্য। হযরত গাউসুল আযম মাইজভান্ডারী (ক.) মহাপ্রভূর একত্বে মিলনের পথ আবিস্কার করেছিলেন এবং সে পথ অর্জনের পন্থা নির্দেশ করেছিলেন। মহা প্রভুর এ একত্বে মিলনের পথ হচ্ছে অর্গলমুক্ত ঐশী প্রেমবাদের পথ। ‘মজেছি তোমারই প্রেমে স্বর্গ সুখ চাই না’ গ্রন্থটিতে কবিতার মাধ্যমে ঐশী প্রেমবাদের কথা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম মিলনায়তনে লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সূর্যগিরি আশ্রম কর্তৃক প্রকাশিত ‘মজেছি তোমারই প্রেমে স্বর্গ সুখ চাই না’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান হোসেন মো. আবু তৈয়ব উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত বইটি বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে প্রকাশিত। উৎসর্গ করা হয় মজজুবে সালেক, মাহবুবে খালেক, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, মোকতাদায়ে আহলে কাবা, গাউসুল আযম বিল বেরাসত হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহু এর পবিত্র করকমলে। এতে আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাহসুফি অধ্যক্ষ সৈয়দ খাইরুল বশর হক্কানী, মোহাম্মদ আলী, ফজলুল হক ফজু, কামাল উদ্দিন, ওমর ফারুক, সৈয়দ নুরুল আলম, মোহাম্মদ ইদ্রিস, অধ্যাপক এন এম রহমত উল্লাহ, মনজুরুল আলম মনজু, খোরশেদ আলম, মোহাম্মদ সাইফুল, ইমাম হোসেন, হাফেজ আবুল কাশেম, আনিস সোহেল, আলী নেওয়াজ, মাস্টার কবীর আহমদ, মোহাম্মদ আলমগীর আলম, মাস্টার দিদারুল আলম, মো. মাহবুবুল আলম, আখতারুজ্জামান চৌধুরী বাবুর, মাস্টার মো. নাছির উদ্দিন, মো. দিদারুল আলম, নুরুল হুদা, শিমুল ধর, দৈনিক পূর্বকোণের ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ রাহা, সাংবাদিক মোহাম্মদ রফিক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলমগীর নিশান, মোহাম্মদ সোহান, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, রুবেল শীল, ধীমান দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, প্রবোধ পাল, সোমা চৌধুরী সুমি, দীপন ভট্টাচার্য, মোহাম্মদ আবু সাদাত সায়েম সুমন, সৈয়দ গোফরান উদ্দিন।