মশা নিধনের কার্যকর ওষুধ দুই একদিনের মধ্যেই আসবে

প্রকাশঃ ২০১৯-০৮-০৭ - ১২:০৮

ঢাকা অফিস : এডিস মশা নিধনের ওষুধ দুই একদিনের মধ্যেই দেশে আসবে, তাই জনগণকে আতঙ্কিত না হবার জন্য অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে, মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযানে এ কথা বলেন তিনি। এছাড়াও, শহরের সব জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘দু-চারদিনের মধ্যেই মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকায় আমরা পাবো। দায়সারা গোছের ওষুধ ছিটানোর প্রয়োজন নেই। যে ওষুধে সত্যিকার অর্থে মশক নিধন হবে, মানুষ আজ সেই ওষুধ চায়। আমরা লোক দেখানো কর্মসূচী দিয়ে জনগণকে ভাওতা দিতে চাইনা।’ এছাড়া, দলের পক্ষ পরিচ্ছন্নতা কার্যক্রম ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পরে, ডেঙ্গু সচেতনতা বিষয়ক শোভাযাত্রা মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, মশারি বিতরণকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে, এক বৃদ্ধাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময়, ডিবিসি নিউজসহ কয়েকটি চ্যানেলের মাইক্রোফোন ক্ষতিগ্রস্থ হয়।