মাদক ও সন্ত্রাস রোধে স্কাউটস্ এর কোন বিকল্প নেই -মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৮-১০-০৮ - ২০:০১

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, মাদক ও সন্ত্রাস রোধে স্কাউটস্ এর কোন বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ রোধ করে সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
রোববার বিকালে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক স্কাউটস্ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা স্কাউটস সভাপতি ও ইউএনও আহমেদ জিয়ারুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কাউটস উপ-পরিচালক লতিফ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কামন্ডার কাজী জাফর উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, স্কাউটস সম্পাদক বিজয় কৃষ্ণ হালদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আক্তার হোসেন, শিহাব উদ্দিন প্রমুখ। এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ ফুলতলা দল খুলনা বিভাগে চ্যাম্পিয়ান হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।