মার্চ মাসে কোস্ট গার্ডের অভিযানে২২০ কোটি টাকার মালামাল জব্দ

প্রকাশঃ ২০১৮-০৪-০৪ - ২০:০৭

খুলনা : গত মার্চ মাসে বিভিন্ন উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ২১৯ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের মাদক, চোরাচালান ও অন্যান্য মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার কোস্ট গার্ড কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭৯ কোটি ৩৫ হাজার টাকা মূল্যের ১৫,৮৭,১৪০ পিস ইয়াবা, ৪৫৪ বোতল বিদেশী মদ ও বিয়ার,৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যর ৮৪,০০০ ষ্টিকস বিদেশী সিগারেট। তাছাড়া বেশ কিছু দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। অন্যান্য জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৬ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ১৬০২ পিছ বিদেশী শাড়ী, ১৩ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৩৪১ পিছ বিদেশী থ্রি পিছ, ৯৪ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ২,৬৯,২৫,২০০ মিটার কারেন্ট জাল, ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ৩৭,৫১২ কেজি জাটকা, ৫ কোটি ২৯ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ২,৫৩,৭২,০৮০ পিছ চিংড়ি পোণা। এছাড়াও অবৈধভাবে জাটকা আহরণ এর জন্য ২০৭ জন জেলেকে আটক করা হয়। এছাড়াও সুন্দরবন উপকূলীয় অঞ্চলে ১৭ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ১৮৯৩ ঘনফুট বিভিন্ন কাঠ, ২টি হরিণের মাথা, ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। সেই সাথে জেলেদের নিরাপত্তার স্বার্থে ৯ জন বনদস্যু আটক এবং ডাকাত কর্তৃক অপহৃত ৭১ জন জেলেকে উদ্ধার করা হয়।