মাস্ক না পড়লে জেল

প্রকাশঃ ২০২০-০৫-১৭ - ২০:০০

আন্তর্জাতিক :করোনাভাইরাস প্রতিরোধে দেশটির জনগনের জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে কাতার। দেশটিতে প্রকাশ্যে বের হলেই পড়তে হবে মাস্ক, নয়তো ভোগ করতে হবে জেল।

মাস্ক না পরলে জেল ও জরিমানার অধ্যাদেশ জারি করেছে কাতার। ঘরের বাইরে কাউকে মাস্ক ছাড়া পাওয়া গেলে তার তিন বছরের জেল হতে পারে অথবা ৫৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকা) পর্যন্ত জরিমানা দিতে হবে অথবা তার উভয় শাস্তিই হতে পারে।

করোনা টেস্টের বিপরীতে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে শীর্ষ দেশগুলোর একটি কাতার। ৩০ লাখেরও কম জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩১ হাজারের কাছাকাছি মানুষ। এর মধ্যে মারা গেছেন অন্তত ১৫ জন।

ফলে করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মাথাপিছু আয়ের দিক দিয়ে অন্যতম ধনী এ দেশটি। এরমধ্যে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল বন্ধ রাখা হয়েছে। তবে ২০২২ সালে ফিফা বিশ্বকাপের প্রস্তুতির জন্য নির্মাণাধীন জায়গাগুলোর কাজ চলছে বিশেষ সুরক্ষা ও নিরাপত্তায়।