মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দাকোপ প্রেসক্লাবের মানববন্ধন-সমাবেশ

প্রকাশঃ ২০২১-০১-০৭ - ১৫:১৬

দাকোপ প্রতিনিধি : দাকোপের জনধিকৃত চিহ্নিত টাউট বাটপার মামলাবাজ জালাল ওরফে ফুটবল জালাল গং কর্ত্তৃক ৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা সদর চালনা ডাকবাংলার মোড়ে দাকোপ প্রেসক্লাবের সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সাংবাদিক জাকির হোসেন, পারুল বেগম, জাহিদুর রহমান সোহাগ, এস এম মামুনুর রশীদ. মজনু ফকির, সরোয়ার গাজী, কুমারেশ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা ও সদ্য সমাপ্ত চালনা পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থী মহাসিন রেজা, উপজেলা শ্রমিকলীগনেতা জয় প্রকাশ, নজরুল ইসলাম বাচ্চু, আকরাম হোসেন, মামুন গাজী, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, সেলিম হাওলাদার, ছাত্রলীগনেতা ফারুক হোসেন, রনি সানা, উপজেলা ছাত্র সমাজ নেতা এনামুল হক, আলামিন গাজী, লুৎফর রহমান, ফজলু শেখ, খোকন গাজী প্রমুখ। সমাবেশে বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার এবং টাউট বাটপার জালালের বিচার দাবী করে বলেন, এই বাটপার সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিকে যখন নিজ স্বার্থে ব্যবহার করতে ব্যর্থ হয় তখন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা এবং অর্থ বানিজ্য করা তার পেশা। অতীতেও সে দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি সম্পাদকের নামে মিথ্যা মামলা করেছিল। তারা বলেন মামলায় উল্লেখ করা ঘটনার দিন ১১ ডিসেম্বর ৭১ টিভির সাংবাদিক রকিব উদ্দিন পান্নু পেশাগত কাজে খুলনায় অবস্থান করছিল আর দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে নিজ প্রতীক গ্রহনে প্রশাসনের সাথে দাকোপ উপজেলা অডিটোরিয়ামে অবস্থান করছিল, সুতরাং একই সময় তারা খাটাইল গ্রামে গিয়ে কিভাবে বাদীকে মারপিট ও টাকা ছিনতাই করে ? বক্তারা এই সাজানো মামলা প্রত্যাহারের পাশাপাশি জালালের নামে বিভিন্ন থানায় একাধীক গ্রেফতারী পরোয়ানা জারী থাকার দাবী করে বলেন, অবিলম্বে এই বাটপারকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।