মুজিববর্ষ উপলক্ষে রূপসায় বৃক্ষরোপণ

প্রকাশঃ ২০২০-০৯-১৭ - ১৭:৪০

খুলনা অফিস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবছর বৃক্ষরোপণের এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের বৃক্ষরোপণের প্রতিপাদ্য হলোঃ ‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’, এর অংশ হিসেবে আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্ব-উদ্যোগে আজ বৃহস্পিতবার ১৭ সেপ্টেম্বর বেলা ২ টায় পুটিমারি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে উন্নত জাতের একটি আম ( জাতঃ রূপালি ) ও দেশি জাতের একটি পেয়ারা চারা রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দিন বাদশা । তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বের পরিবেশ, মানুষের জীবন ও জীববৈচিত্র্য চরম হুমকির সম্মুখীন । জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব মোবাবিলায় করতে হলে বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ । এসময় আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান , ঘাটভোগ ইউনিয়নের ২সং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামিল মুন্সি, কৃষক মোঃ শাহজাহান ফকির ও মোঃ রমজান শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।