মোংলার হাড়বাড়িয়ায় কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

প্রকাশঃ ২০১৮-০৪-১৫ - ১২:০৩

আবু হোসাইন সুমন,মোংলা : মোংলার সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মালিকপক্ষ ডুবন্ত জাহাজটি মার্কিং ও উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে। ডুবে যাওয়া কার্গো জাহাজের ড্রাইভার মো: আমির হোসেন জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-০৬ নম্বর এ্যাংকোরেজে থাকা একটি বিদেশী জাহাজ থেকে প্রায় ৭শ ৭৫ মেট্টিক টন কয়লা বোঝাই করে এম,ভি বিলাস নামক কার্গো জাহাজটি শনিবার দুপুর ২টার চ্যানেলের কূলের/তীরের কাছাকাছি গিয়ে অবস্থান নেয়। এরপর রবিবার গভীর রাতে (৩টা) ভাটার সময় জাহাজটি চরে আটকে কাত হয়ে গিয়ে ডুবে যায়। ভাটার সময় জাহাজটির মাষ্টার ব্রিজের আশিংক দেখা গেলেও জোয়ারের সময় জাহাজটি পুরোপুরি তলিয়ে থাকছে। কয়লা নিয়ে জাহাজটি ঢাকার মীরপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন কার্গো জাহাজের ড্রাইভার আমির।