মোংলায় ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-২৩ - ১৭:৫৬

আবু হোসাইন সুমন, মোংলা : ‘লেখা পড়া করি, সঞ্চয় গড়ি’ শ্লোগানে মোংলায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে শিক্ষার্থীদের আর্থিক অর্ন্তভুক্তির কার্যক্রম বিষয়ক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ইসলামী ব্যাংক মোংলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার টি,এ ফারুক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আবু সাঈদ খানের সভাপতিত্বে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মোংলা শাখা প্রধান নুর মোহাম্মাদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শাখার জিবি প্রধান মো: আশরাফুল আলম। স্কুল ব্যাংকিংয়ের গুরুত্ব ও ছাত্র-ছাত্রীদের ইসলামী ব্যাংক সম্পর্কে ধারণার বিষয়ে তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি নুর মোহাম্মাদ বলেন, ছাত্র জীবন থেকে সঞ্চয়ী মনোভাবপূর্ণ ধ্যান-ধারণার মাধ্যমে ভবিষ্যৎ উন্নতির জন্য ইসলামী ব্যাংকে ষ্টুডেন্ট হিসাব খুলে আগামী দিনগুলো সুন্দরবভাবে গড়ার জন্য সকল শিক্ষার্থীকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীতে জাতির নেতৃত্ব দানে এগিয়ে আসার জন্য বিশেষ করে ছাত্রীদের বাল্য বিবাহ রোধে সকলকে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহবাণও জানান তিনি। ক্যাম্পেইনে বিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও ইসলামী ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।