মোংলায় কৃষক বন্ধু ফোন সেবা চালু

প্রকাশঃ ২০১৮-০২-২৮ - ২০:৩২

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় ‘কৃষি বাতায়ন’ ও ‘কৃষক বন্ধু ফোন সেবা’ কার্যক্রম চালু করা হয়েছে। এ লক্ষ্যে সুবিধা ভোগীদের জন্য কৃষি বিষয়ক একটি মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়। বুধবার সকাল সাড়ে ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারি, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাফিউল হাসান। কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, কৃষি বিষয়ক এ ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে কৃষকেরা স্বল্প সময়ে ও স্বল্প খরচে তাৎক্ষনিক সেবা পাবেন।