মোংলায় ছিনতাইকারীদের গতিরোধকালে আহত যুবকের মৃত্যু : আটত ৩

প্রকাশঃ ২০১৮-০৬-১৮ - ১৭:৫৫

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৩ যুবককে আটক করে প্রথমে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করলেও পরবর্তীতে ছিনতাইকারীদের গতিরোধকালে আহত যুবকের মৃত্যুর পর ওই ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি ছিনতাই ও হত্যা মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আগের দিন শনিবার রাত ১২টার দিকে পুলিশ পরিচয় দিয়ে সবুর (৩২), আসলাম (৩০) ও মাসুম (২৮) মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ বাজার সংলগ্ন আপা বাড়ী এলাকায় তরিকুল ইসলাম নামের এক যুবকের গতিরোধ করে তার সঙ্গে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা গাড়ী নিয়ে মোংলা বাসষ্ট্যান্ডের দিকে রওনা হলে ছিনতাইয়ের শিকার তরিকুল দিগরাজ বাজারে থাকা তার পরিচিত লোকজনকে ছিনতাইকারীদের বিবরণ দিলে বাজারের লোকজন একত্রিত হয়ে ছিনকারীদের ধরে ফেলে। উপস্থিত জনতা ছিনতাইকারীদের গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে দেয়। পুলিশ একটি মটর সাইকেলসহ ওই তিন ছিনতাইকারীকে আটক করে। এরপর ঈদের দিন দুপুরে পুলিশ পরিচয়ে ছিনতাইকারী তিন যুবককে ফিফটিফোরে (৫৪ ধারায়) বাগেরহাট কোর্টে পাঠায় পুলিশ। এদিকে ছিনতাইকারীদের গতিরোধের চেষ্টাকালে শনিবার রাতে আহত আজিজুল (২৮) সোমবার সকালে মারা যান। সোমবার নিহত আজিজুলের লাশের ময়না তদন্তের পর ওই তিন ছিনতাইকারীর বিরুদ্ধে ওইদিন রাতেই মোংলা থানায় পৃথক দুইটি ছিনতাই ও হত্যা মামলা দায়ের করা হয়। নিহত আজিজুলের পিতা মো: হাসান হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা ও ছিনতাইয়ের শিকার তরিকুল ইসলাম বাদী হয়ে ছিনতাই মামলা দায়ের করেন। মোংলা থানার এসআই বিশ্বজিৎ মুখার্জী বলেন, শনিবার রাতে আটককৃতদের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ না দেয়ায় তাদেরকে ৫৪ ধারায় চালান করা হয়। পরবর্তীতে দুই পরিবারের দায়েরকৃত ছিনতাই ও হত্যা মামলা নেয়া হয়েছে। এতে ওই তিন ছিনতাইকারীকেই আসামী করা হয়েছে।