মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-০৬-০৫ - ১৭:২৫

মোংলাঃ বিশ্ব পরিবেশ দিবস-২০১৭ উপলক্ষ্যে ’পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে ৫ জুন সোমবার সকালে মোংলা সরকারি কলেজের সামনে পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সার্ভিস বাংলাদেশ’র যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সোমবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ্ওয়াটারকিপার মোঃ নূও আলম শেখ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। প্রধান বক্তার বক্তব্য রাখেন মোংলা পৌর যুবলীগের সভাপতি সাংবাদিক কামরুজ্জামান জসিম। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, প্রভাষক শ্যামপ্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, কবি আফরোজা হিরা, বাপা’র তানজীম হোসেন মুকুল, নাজমুল হক প্রমূখ। মানববন্ধনে বক্তারা পশুর নদী ও সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। পশুর নদী এবং সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।