মোংলায় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ১১:২৯

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় ১০ দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌর ৫নং ওয়ার্ড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ও ৩নং ওয়ার্ড ফুটবল একাদশ রানার্স-আপ হয়েছে। রবিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৫ নং ওয়ার্ড দল ৩ নং ওয়ার্ড দলকে একটি গোল দিলেও ৩ নং ওয়ার্ড গোল দিতে ব্যর্থ হওয়ায় ০-১ গোলে চ্যাম্পিয়ন হয় ৫ নং ওয়ার্ড। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে গোল্ড কাপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, পৌর মেয়র মো: জুলফিকার আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী, মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব, এইচ এম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, পৌর কাউন্সিলর ইউনুস আলী, বাবুল চৌধুরী, মো: আলাউদ্দিন, মো: খোরশেদ, আওয়ামী লীগ নেতা সুনীল কুমার বিশ্বাস, ইব্রাহিম হোসেন, শেখ আ: রহমান, যুবলীগ নেতা ই¯্রাফিল হাওলাদার, ইকবাল হোসেন, শেখ কামরুজ্জামান জসিম, আল মামুন, ক্রীড়াবিদ মো: কিবরিয়া, মো: সিরাজুল ইসলাম, এম আর রানা ও শাহিন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা পোর্ট পৌরসভা ১০ দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। খেলার আয়োজক মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো: জুলফিকার আলী বলেন, পৌরসভার উদ্যোগে আগামীতেও এ মেয়র গোল্ড কাপ টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। প্রধান অতিথির বক্তৃতায় হাবিবুন নাহার বলেন, আগামীতে পুরুষের পাশাপাশি শেখ রাসেল স্টেডিয়ামে নারীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলার বিকাশের জন্যই মোংলায় শেখ রাসেল স্টেডিয়ামটি গড়ে তোলা হচ্ছে।