মোংলায় যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তালুকদার আব্দুল খালেক

প্রকাশঃ ২০১৭-১১-২৪ - ১৯:৩৩

আবু হোসাইন সুমন, মোংলা: মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন. ইতিহাস ও ঐতিহ্য কখনও মুছে ফেলা যায় না। ১৯৭৫ সালের পর থেকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা আওয়ামী লীগের সকল ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ তার ইতিহাস- ঐতিহ্য হৃদয়ে ধারণ করায় তখন তা মুছে ফেলা সম্ভব হয়নি। সেই লালিত ইতিহাস-ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ইউনেস্কো। ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকের ভাষণ এখন বিশ্ব স্বীকৃতিতে দেশ-জাতি আজ গর্বিত। বিশ্বে যারা অন্যায়ের প্রতিবাদী ও স্বাধীনতাপ্রেমী তারা বঙ্গবন্ধুর এই ভাষণ লালন করে সফলতা অর্জন করতে পারবেন। শুক্রবার বিকেলে মোংলার শেখ আ. হাই সড়কে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক এ সব কথা বলেন। তিনি আরো বলেন, সততার কারণে শেখ হাসিনা মানবতার মা ও বিশ্বের তৃতীয় সৎ নেতৃ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সমাবেশে বর্তমান সরকারের সফলতা তুলে ধরে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের দক্ষ নেতৃত্বে দেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। শেখ হাসিনার প্রচেষ্টায় মোংলা বন্দর আজ ঘুরে দাড়িয়েছে। ঘুরে দাড়িয়েছে সারা দেশ। দেশের চলমান এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার অধিনেই আগামী ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হবে। উপজেলা যুবলীগ সভাপতি ই¯্রাফিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ. রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান জসিম, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুর উদ্দিন আল মাসুদ। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পথিক নবীসহ ঢাকা, খুলনার গুনী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।