মোংলায় শহীদ আব্দুল বাতেন’র শাহাদৎ বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০১৯-০৩-১৮ - ১৯:১০

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানুরাগী প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আব্দুল বাতেন’র ১৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মোংলা নাগরিক সমাজের আয়োজনে ১৮ মার্চ সোমবার বিকেল ৫টায় কবরস্থান জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান, পৌর যুবলীগ সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, শহীদ আব্দুল বাতেন’র ছোট ভাই মোঃ জসিম উদ্দিন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বিভিন্ন স্কুল-কলেজ প্রতিষ্ঠায় এবং মোংলা বন্দরে শ্রমিক আন্দোলনে শহীদ আব্দুল বাতেন’র অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। উল্ল্যেখ্য, ২০০৪ সালের ১৮ মার্চ সন্ধ্যায় নিজ বাড়ীর সামনে আততায়ীর গুলিতে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল বাতেন শাহাদৎ বরণ করেন।