মোংলায় ১৩ কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ ২০১৭-০৭-১৬ - ২১:৪৮

মোংলা প্রতিনিধিঃ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহণের জন্য মোংলা বন্দর থেকে রামপাল পর্যন্ত পশুর চ্যানেলের প্রায় ১৩ কিলোমিটার নৌপথ ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খননের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ভারতের ‘ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শ্রী রাজেস ত্রিপতি এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা, ‘ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড’র নিয়োগকৃত স্থানীয় শিপিং এজেন্ট সিগমা শিপিং লাইন্স’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচলাক শেখ রফিকুল ইসলাম বাবলু, বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল ও বন্দরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, প্রায় ১শ ১৯ কোটি টাকা ব্যয়ে ‘ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড আগামী আগস্ট মাসে মোংলা বন্দরের পশুর চ্যানেলে এ ড্রেজিং কার্যক্রম শুরু করবেন। ২০১৮ সালের ডিসম্বরের মধ্যে ১৩ কিলোমিটার নৌপথ খনন কাজ সম্পন্ন করার কথা রয়েছে।