মোংলা পোর্ট পৌরসভার মেয়রের ঈদের শুভেচ্ছা

প্রকাশঃ ২০২০-০৭-৩১ - ১৭:০৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসাবীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। তিনি বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এই ঈদে মানুষ আনন্দের সাথে ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানী করে থাকেন। কিন্তু বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে এ বছর এক ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে ঈদ পালন করতে যাচ্ছে গোটা দেশসহ মুসলিস বিশ্ববাসী। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ স্বার্থে সরকারী নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনে আহবাণ জানান তিনি। মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী আরো বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয়। এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। সমাজের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আশার জন্য অনুরোধ জানান তিনি। তিনি বলেন, কোরবানী উপলক্ষে সরকারী বরাদ্দসহ পৌরসভার নিজস্ব এবং তার ব্যক্তিগত তহবিল থেকেও অসহায় গরীব মানুষদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এছাড়া ঈদের পশু কোরবানী শেষে রক্ত ও বর্জ্য নিষ্কাশন করে পরিবেশ রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। মেয়র পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, চলমান করোনাকালীন সময়ে সকলকে সুস্থ্য থাকার জন্য সরকারের জনকল্যাণমূলক সিদ্ধান্ত মোতাবেক মাস্ক ব্যবহার ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থ্যতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।