মোংলা বন্দরে ট্রলার ডুবি : নিখোঁজ ৩, উদ্ধার ৯জেলে

প্রকাশঃ ২০১৮-০৯-১০ - ২০:৪৭

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কার্গো জাহাজ এম,ভি নাসির-জাহানের ধাক্কায় এফ,বি স্বাধীন নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় তিন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোজ জেলেদের উদ্ধারে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস তুরাগ, মেঘনা, দুর্গম ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছেন। বাংলাদেশ নৌ বাহিনীর মোংলার দিগরাজ ঘাটির মিডিয়া উইং ফরিদ আহম্মেদ সোমবার রাত ৮ টায় ঘটনাটির বিষয় নিশ্চিত করেছেন। সোমবার ভোরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে নৌ বাহিনী জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ক্লিংকার বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি নাসির-জাহান বন্দরের শিল্প এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলসে আসার সময় সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার এফ,বি স্বাধীনকে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়। পরে ওই এলাকায় অবস্থানরতে নৗ বাহিনীর যুদ্ধ জাহাজ “তুরাগ” দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় থাকা নয় জেলেকে উদ্ধার করে। তবে এ দুর্ঘটনার পর থেকে এখনও তিন জেলে নিঁখোজ রয়েছেন। নিখোজ জেলেদের বাড়ী বরগুনার সদর উপজেলায়। ট্রলারটির মালিক বরগুনার রিয়াজ খান বলে জানা গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেণ, ট্রলারটির মালিক রিয়াজ খান ও মাঝি কালামসহ ১২ জন জেলে দুর্ঘটনা কবলিত ওই ট্রলারটিতেই ছিলেন।
মোংলা কেস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নৌ বাহিনীর পাশাপাশি তারাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।